বুড়িচংয়ে বিকাশের এজেন্টকে হেকিং করে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজারে অবস্থিত একে মেডিকেল হল নামে ফার্মেসীসহ ষোলনল গ্রামের পিতা: মৃৃত. আ: খালেকের ছেলে অহিদুজ্জামান ফারুকের এজেন্ট বিকাশের দোকান রয়েছে। ওই এজেন্ট বিকাশ নাম্বার হেকিং করে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মঙ্গলবার বিকালে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে ।
দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়- সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটে অহিদুজ্জামান ফারুকের পরিবর্তে বর্তমান দোকান পরিচালনাকারী মো. তফিকুজ্জামান মোহন যখন দোকান পরিচালনা করছিলেন তখন তার বিকাশ এজেন্ট নং- ০১৮৮২৫৬১০২৩ থেকে ১৫ হাজার, নগদ এজেন্ট নং- ০১৬২৮৪৪৯৫৫ থেকে ৪০ হাজার ও ব্যক্তিগত নাম্বার থেকে ২৫ হাজারসহ অন্যান্য নাম্বার থেকে একুনে ১ লক্ষ ৫০ হাজার টাকা চলে যায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মো.তফিকুজ্জামান মোহন তার পরিবারের অন্যান্য সদস্যকে বিষয়টি জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট নাম্বারে যোগাযোগ করলে কিছু নাম্বার বদ্ধ পাওয়া যায়। বাকী নাম্বারগুলো খোলা থাকলে ও কোন ফোন রিসিভ করা হয়নি।
এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান উপজেলার ভরসার বাজারের বিকাশ এজেন্ট মোঃ তফিকুনজ্জামান মোহন এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।