কুমিল্লায় সহস্রাধিক বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লায় অভিনব কায়দায় সহস্রাধিক বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকালে র্যাবের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি চালিত অটোরিকশায় অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৮ বোতল ফেন্সিডিল ও দুই ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লার বরুড়া উপজেলার মোড়াগোটা (শিবগঞ্জ) গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শরীফ হোসেন (২৭) এবং উপজেলার কলাখাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আবুল কালাম (৫৫)।
এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
একদিন সকালে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ থানার উলুরচর এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।
কুমিল্লার র্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।