ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার
শাহীন আলম
Published : Sunday, 19 September, 2021 at 8:46 PM
দেবিদ্বারে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পুলিশের একটি বিশেষ অভিযানে ডাকাত সর্দার নজরুল ইসলাম ওরফে নজিরসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাগুর বাস স্টেশন থেকে নজিরকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।  ডাকাত নজরুল ইসলাম নজির (৪৫) চান্দিনা উপজেলার তীরচর এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে এবং অপর ডাকাত মো. আক্তার হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া এলাকার  মো. খলিলুর রহমানের ছেলে। রোববার দুপুরে গ্রেপ্তার দুই ডাকাতকে কুমিল্লা আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী  শেষে কুমিল্লা  জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল মো. আমিরুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই ইকতার হোসেন, মো. সোহরাব হোসেন, আলমগীর হোসেনসহ ডাকাত নজীরসহ আক্তার হোসেনকে কাভার্ড ভ্যান সহ আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত নজীর জানায়, গভীর রাত্রে কাভার্ড ভ্যানে করে  জেলার বিভিন্ন স্থানে ডাকাতদের আনা নেওয়া  অস্ত্রসস্ত্র বহন করে আসছিলো সে।  
ওসি মো. আরিফুর রহমান জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাঘমারা এলাকায় সংঘটিত ডাকাতির কাজে ডাকাত সর্দার নজির ও আক্তার জড়িত। তারা এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ১০(৯)২১।