ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় জরিমানা
Published : Monday, 20 September, 2021 at 12:00 AM
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স দেদার সুপার শপ প্রতিষ্ঠানটির দেদার সুপার শপ পোলাও চাল, চিনি, ছোলা বুট, ব্রেড পিট, গমের পাউরুটি, ইউছুফ কনফেকশনারী সুইট বিস্কুট, রেলিস রাস্ক টোস্ট পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মো. রাকিবুল আলম, পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।