ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলার আরাগ ও শিবরামপুর সীমান্তের জলাবদ্ধতার বিভিন্ন দিক পরিদর্শন
Published : Monday, 20 September, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর ও ষোলনল ইউনিয়নের শিবরামপুর সীমান্তের পয়:নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার অনুন্নয়নের ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যা স্থানীয় জনগণের জন্য নিত্য দিনের চলাফেরায় ভোগান্তির সৃষ্টির পাশাপাশি কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি সাধণ হচ্ছে। উপজেলার আরাগ আনন্দপুর ও ষোলনল ইউনিয়নের শিবরামপুর সীমান্তের পয়:নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার বিভিন্ন দিক গতকাল ১৯ সেপ্টেম্বর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। এসময় তিনি বুড়িচং বাজারের আরাগ রোডের বিভিন্ন বাড়ির মালিকের অবহেলায় মেইন সড়কে বৃষ্টি ও ময়লার পানি যাতে জলাবদ্ধতা এবং খানা খন্দক সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বাড়ির মালিকদের নিজ খরচে ড্রেনেজ সিস্টেম উন্নত করণের কথা বলেন। পরে তিনি আরাগ আনন্দপুর সীমান্ডের দক্ষিণ পশ্চিমাংশে ষোলনল ইউনিয়নের শিবরামপুর সীমান্তে কৃষকদের জন্য নির্মিত সেচ ব্যবস্থাপনা ও ড্রেনের পয়নিস্কাশন উন্নয়ন ও সড়কের বিভিন্ন দিক পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদের ড্রেনেজ সিস্টেম উন্নতকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এসময় সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, মো. জামাল হোসেন মেম্বার, সিদ্দিকুর রহমান, মো. খোরশেদ আলমসহ এলাকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।