ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৃষ্টির পানিতে ডুবে গেছে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ
Published : Monday, 20 September, 2021 at 12:00 AM, Update: 20.09.2021 12:58:04 AM
বৃষ্টির পানিতে ডুবে গেছে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণআলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর অবস্থিত জনগুরুত্বপূর্ণ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শনিবার রাতভর বিরতিহীন প্রচন্ড বৃষ্টিতে হাসপাতালের প্রধান ভবন, কোয়ার্টার ভবন, মসজিদের সামনে সহ পুরো এলাকায় হাটু সমান পানিতে ভরপুর হয়ে যায়।
এতে চরম ভোগান্তীতে পড়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, কর্তব্যরত চিকিৎসক ও অন্যন্য স্টাফগণ। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারনে পানি সরতে অনেক সময় লেগে যায়। অপরিকল্পিত ভাবে হাসপাতালের আশে পাশের পুকুর ও ডোবাতে বাধঁ দেওয়াতে এবং ড্রেনেজ ব্যবস্থা না রেখে ভবন নির্মাণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে হাসপাতালের করিডোরে পানি ডুকে বিভিন্ন দামি ও গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী নষ্ট হতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন।
রবিবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন হাসপাতাল পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভনের সাথে আলোচনা করে সমস্যা চিহিৃত করে আশু পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।