Published : Monday, 20 September, 2021 at 12:00 AM, Update: 20.09.2021 12:59:43 AM
রণবীর ঘোষ কিংকর:
কুমিল্লা-৭ আসনে নতুন সংসদ সদস্য হিসেবে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে আজ।
আসন
শূন্য ঘোষণা, নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা, দলীয় টিকেট পেতে
প্রার্থীদের দৌড়ঝাপ। দলীয় টিকেট নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল,
যাচাই-বাছাই, প্রত্যাহার। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে
শুরু হতো নির্বাচনী প্রচারণা।
কিন্তু কুমিল্লা-৭ আসনে তিন প্রার্থীর
মধ্যে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় আজ
সোমবার (২০ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দের পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন
কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
ইতিমধ্যে দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং
কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, আমাদের সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে
সম্পন্ন হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণবিজ্ঞপ্তি জারি করে
নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট
সকল কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানোর পর গেজেট প্রকাশ করবে নির্বাচন
কমিশন। পরবর্তীতে স্পিকার নির্বাচিত ব্যক্তিকে শপথ পাঠ করানোর মধ্য দিয়ে
মহান সংসদের সদস্যপদ নিশ্চিত করবেন।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই ২৫৫নং
কুমিল্লা-৭ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক
মো. আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের
দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনে অংশ নিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। এর মধ্যে
১৩ সেপ্টেম্বর শেষ দিন পর্যন্ত ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে
তিনজন দলীয় প্রার্থী এবং অপরজন স্বতন্ত্র।
যাচাই বাছাইয়ে স্বতন্ত্র
প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তিনজন বৈধ প্রার্থী মাঠে ছিল। শনিবার (১৮
সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রার্থী
মনিরুল ইসলাম ও ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা
খোকন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে একক প্রার্থী হন বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।