ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কলকাতার একাদশে কেন নেই সাকিব?
Published : Monday, 20 September, 2021 at 9:36 PM
কলকাতার একাদশে কেন নেই সাকিব?নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেছেন সাকিব আল হাসান। ভারতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তার দল কলকাতা নাইট রাইডার্স। আজ (সোমবার) আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কালকাতা। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে জায়গা হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের।

এবারের আইপিএল নিলামে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। করোনাভাইরাসের কারণে ভারত-পর্ব শেষ হওয়ার আগে খুব একটা সুযোগ মিলেনি সাকিবের। যে কয়েক ম্যাচে জায়গা পেয়েছিলেন, নিজেকে মেলে ধরতে পারেননি। কলকাতার একাদশে তার জায়গায় প্রতিদ্বন্দ্বী ধরা হয় সুনিল নারাইনকে। ভারত পর্বে এই স্পিনার যে খুব বেশি ভালো করেছেন, তা নয়, তারপরও দুবাইয়ের ম্যাচে সাকিবকে টপকে তিনিই জায়গা করে নিয়েছেন কলকাতার একাদশে।

দিনকয়েক আগে শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে ব্যাট ও বল হাতে দারুণ সময় কাটিয়েছেন নারাইন। তার দল্ ত্রিনবাগে নাইট রাইডার্সের সেমিফাইনাল খেলার পথে ভূমিকা রেখেছেন। সেমিফাইনালে হারলেও সেন্ট লুসিয়ার বিপক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন নারাইন। আর ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমে ১৭ বলে করেন ৩০ রান। সিপিএলের এই পারফরম্যান্স তাকে সাকিব থেকে এগিয়ে রাখতে পারে।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা খুব একটা ভালো কাটেনি সাকিবের। পঞ্চম টি-টোয়েন্টি খেলেননি। আর তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে উইকেটশূন্য ছিলেন। আবার ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। করেন ০ ও ৮ রান। একাদশ নির্বাচনে কলকাতা এই হিসাবটাও কষতে পারে।

আইপিএল একাদশে সর্বোচ্চ চার বিদেশি রাখতে পারে দলগুলো। আজ কলকাতায় বিদেশি ‘ক্যাটাগরি’ পূরণ করেছেন অধিনায়ক ইয়োন মরগান, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন ও নারাইন।