সাবেক কোচ জালাল আহমেদ আর নেই
Published : Tuesday, 21 September, 2021 at 12:39 PM
কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ক্রিকেট কোচ ও সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী। ছিল অন্যান্য জটিলতা। দুই দফা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। সবশেষ ছিলেন ভেন্টিলেশনে। কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারলেন না। ক্রীড়াঙ্গনের জনপ্রিয় এই ব্যক্তিত্ব ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন মঙ্গলবার সকাল ১১টায় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জানিয়েছেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
জালাল আহমেদের স্ত্রী আগেই মারা গেছেন। তিনি ঢাকায় একটি ফ্ল্যাটে একা বাস করতেন। এক ছেলে ও এক মেয়ে রেখে গেলেও তারা বিদেশে অবস্থান করছেন। বাবার মৃত্যুর খবরে দেশে ফিরছেন।
জালাল আহমেদ চৌধুরী সত্তর ও আশির দশকে ক্রিকেট খেলেছেন। সুনাম কুড়িয়েছেন কোচ হিসেবেও। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে তৈরি। এক সময় বাংলা ও ইংরেজি পত্রিকাতেও সাংবাদিকতা করেছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেট-লেখক হিসেবে তার পরিচিতি আছে।