Published : Wednesday, 22 September, 2021 at 12:00 AM, Update: 22.09.2021 1:12:35 AM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এরমধ্যে ঢাকায় ২১১ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। এরমধ্যে চলতি মাসের ২১ দিনে মারা গেছেন ১৩ জন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৬৬ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৮৩৬ জন, আর বাকি ১৯৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৫ হাজার ১৩২ জন।