ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটে হারায় রাস্তা বন্ধ করে দিলেন মেম্বার প্রার্থী
Published : Wednesday, 22 September, 2021 at 3:14 PM
ভোটে হারায় রাস্তা বন্ধ করে দিলেন মেম্বার প্রার্থীসাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ায় এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের বদ্দিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ ৪২ বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০টি পরিবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। গত ২০ সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি বলে অভিযোগ তুলে বাড়ির পেছনের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন। এতে গ্রামের অনেক বাসিন্দা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মৌফর মোড়ল জানান, তারও ওই গ্রামে বাড়ি। তিনিও বাড়ি থেকে বের হতে পারছেন না।

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু জানান, গত সোমবার ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসীকে গালাগালি করেন আরিজুল ইসলাম। এর পর দিন সকালে বাড়ির পেছনের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন।

মেম্বার প্রার্থী আরিজুল ইসলাম বলেন, রাস্তাটি তার রেকর্ডের জমি। এখন তিনি সেখানে একটি বাথরুম করবেন। এলাকাবাসী কীভাবে বাড়ি থেকে বের হবেন তা তিনি জানেন না।

তিনি আরও বলেন, ভোটে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি কত ভোট পেয়েছি সেটাও আমাকে জানানো হয়নি। আমি কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছি।