ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপের আগেই নিষিদ্ধ হবে আফগানিস্তান!
Published : Wednesday, 22 September, 2021 at 3:53 PM
বিশ্বকাপের আগেই নিষিদ্ধ হবে আফগানিস্তান! টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর মধ্যেই একের পর ঝামেলার সম্মুখীন হচ্ছে আফগানিস্তান ক্রিকেট। এমনকি বিশ্বকাপের আগেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়ে যেতে পারে আফগান ক্রিকেট দল।

গত মাসে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তালেবান। ক্ষমতায় বসেই নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। তবে পুরষদের খেলাধুলায় কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে তারা।

তালেবানের এমন ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিলো, নারী দল বিলুপ্ত ঘোষণা করা হলে আফগান পুরুষ দলেরও পূর্ণ সদস্যপদ বাতিল করবে আইসিসি। এখন আরও জোরালো হয়েছে সেই সম্ভাবনা।

সোমবার জোরপূর্বক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারিকে চাকরিচ্যুত করেছে তালেবান সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নাসিবউল্লাহ খানকে। যিনি তালেবান সরকারের ঘনিষ্ঠজন।

ক্রিকেট বোর্ডে এমন পালাবদলের পর আফগানিস্তানের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে বলে জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান যদি তালেবানের অধীনে বিশ্বকাপ খেলতে চায়, তাহলে হয়তো তাদের আটকে দেয়া হবে।

টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে জরুরি সভা ডাকতে পারে আইসিসি। যেখানে আফগান দলে তালেবানের পতাকাতলে বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা হবে। সেই সভায় ভোটের মাধ্যমে আফগান দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও আসতে পারে।

তবে এখনও পর্যন্ত আইসিসির এপেক্স বডির ভাবনা হলো রশিদ খান, মোহাম্মদ নাবিরা আগের মতো আফগানিস্তানের পতাকা নিয়েই খেলবেন। আর তা হলে বিশ্বকাপে অংশ নিতেও আর কোনো বাধা থাকবে না। বিশ্বকাপের সুপার-১২ এ আফগানিস্তানের গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই থেকে আসা দুইটি দল।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।

রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।