ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চুরির সময় দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেলো স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি
Published : Thursday, 23 September, 2021 at 1:19 PM
চুরির সময় দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেলো স্বাস্থ্য কর্মকর্তার গাড়িময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি চুরি করে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ি রেখে পালিয়েছে চোর। বুধবার দিবাগত রাত (২৩ সেপ্টেম্বর) আড়াইটার সময় গাড়িটি হাসপাতালের ভেতর থেকে চুরি হয়। 

স্থানীয়রা জানান, রাতে পালিয়ে যাওয়ার সময় চোর বালিগাও বাজারের একটি দোকানে গাড়িটি তুলে দেয়। পরে দ্রুত সের পড়ার সময় গাড়িটি সড়কের পাশে জমিতে গিয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে চোর সেখানে গাড়ি রেখে পালিয়ে যায়।

জানা যায়, রাতে গাড়ি রাখার জায়গা খালি দেখে হাসপাতালের নাইটগার্ড আব্দুর রাজ্জাক চিৎকার শুরু করেন। গাড়িচালক আবিদ বিষয়টি রাতেই থানায় জানায়। পরে খোঁজ রে বাঘবেড় ইউনিয়নে দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে গাড়িটির সন্ধান মেলে। 

অভিযোগ রয়েছে, গাড়িটি হাসপাতাল ক্যাম্পাসের গ্যারেজে রাখার কথা থাকলেও বাইরে রাখা ছিল। এ বিষয়ে গাড়িচালক আবিদ জানান, অলসতার কারণে গতরাতে গাড়িটি গ্যারেজে রাখা হয়নি। পরে স্থানীয় এক যুবক তার কক্ষ থেকে চাবি চুরি করে গাড়িটি নিয়ে যায়।
 
স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। চোরকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।