বাংলাদেশ
ফুটবল দল গত তিন বছর ধরে খেলেছে ইংলিশ কোচ জেমি ডের অধীনে। বৃহস্পতিবার
থেকে নতুন কোচের সঙ্গে শুরু হয়েছে তাদের পথ চলা। অস্কার ব্রুজনের অধীনে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘণ্টা দেড়েক ঘামও ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা।
প্রথম
দিন পরিচয়পর্ব হয়েছে কোচের সঙ্গে। পাশাপাশি নিজের পরিকল্পনা শিষ্যদের
সঙ্গে ভাগাভাগি করেছেন। অধিনায়ক জামাল প্রথম দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে
অনুশীলন শেষে জানালেন, ‘কোচ কী চায়, সে বিষয়ে আলাপ করেছে। আমাদের ভালো একটা
গ্রুপ আছে। যারা একে অপরকে জানি। কী করতে হবে, কোচ কী চায়- সেগুলোই আমাদের
জানিয়েছে। মূল কথা হলো অস্কার যা করতে চায়, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
প্রথম দিনে উইথ দ্য বলে অনুশীলন হয়েছে। জামাল বলেছেন, ‘আজকে আমরা বলের গতি এবং পাসিং নিয়ে কাজ করেছি। বল ধরে রাখা নিয়ে কাজ করেছি।’
নতুন
কোচের অধীনে ছকে বদল আসতে যাচ্ছে। সবশেষ জেমি ডের অধীনে ৩-৪-৩ ছকে খেলেছে
বাংলাদেশ দল। তবে অস্কার ব্রুজনের পছন্দের ছক হলো ৪-৩-৩। জামাল মনে করছেন,
এই ফরমেশন দলের জন্য ভালো হবে, ‘যখন আমরা জেমির অধীনে শুরু করেছিলাম, ৪-৩-৩
ফরমেশনে খেলতাম। এখন এই ফরমেশনে ফেরাটা আমার জন্য ভালো হবে। জেমির অধীনে
শেষ ম্যাচগুলোয় (কিরগিজস্তানে) আমরা ৩-৪-৩ ফরমেশনে খেলেছি, যেটা লিগে কেউ
খেলে না। মোহামেডান সম্ভবত এই ছকে খেলে। কিন্তু অধিকাংশ দলই এই ছকে খেলে
না।’