ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মৌসুমের প্রথম ক্লাসিকো ২৪ অক্টোবর
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচের ‘এল ক্লাসিকো’ প্রথম লড়াইয়ের সূচি চূড়ান্ত হয়েছে। কাম্প নউয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার এবারের আসরে বার্সেলোনা-রিয়ালের প্রথম সাক্ষাতের দিনক্ষণ শুক্রবার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় শুরু হবে ম্যাচটি। গত মৌসুমে ক্লাসিকোর দুই ম্যাচেই হেরেছিল বার্সেলোনা। প্রথম দেখায় চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে ৩-১ গোলে এবং ফিরতি পর্বে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদের দলটি।