জয় তো দূরে থাক, গোলই পাচ্ছে না বার্সেলোনা
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM
এমন
একটা পরিস্থিতি যে আসবে, আঁচ করা যাচ্ছিল। যাকে কেন্দ্র করে গত একদশকেও
বেশি সময় বার্সেলোনার সাফল্যের গল্প লেখা হয়েছে, সেই লিওনেল মেসি ছেড়ে
গেছেন ক্লাব। তাও আবার যাওয়াটা অনেকটা আচমকায়। নতুন করে গুছিয়ে উঠতে
রোনাল্ড কোম্যান কতটা মুন্সিয়ানা দেখাতে পারেন, সেটাই ছিল দেখার। কিন্তু
অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। জয় তো দূরে থাক, গোলও ঠিকঠাক পাচ্ছে
না মেসিবিহীন বার্সেলোনা।
বৃহস্পতিবার রাতে কাদিজের মাঠে গোলশূন্য ড্র
করেছে বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের লাল কার্ডে ২৫ মিনিটের বেশি সময় ১০
নিয়ে খেলায় একটা অজুহাত দাঁড় করাতে পারেন কোম্যান। কিন্তু আগের ৬৫ মিনিটে
একবারও লক্ষ্যভেদ করতে না পারা কাতালানদের জন্য অশনিসংকেতই বটে। এ নিয়ে
টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা।
মেসির অভাব স্পষ্ট। আর
সেটা হওয়ারই কথা। আর্জেন্টাইন অধিনায়ক এবারের গ্রীষ্মের দলবদলে পাড়ি
জমিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। তার অভাব পূরণ করা সম্ভব নয়, বার্সেলোনা
জানে। আবার এটাও বলেছে, নতুন চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। মাঠের
পারফরম্যান্স কিন্তু সে কথা বলে না। বিশেষ করে গোলের খেলা ফুটবলে গোলটাই
অনুপস্থিত। কাদিজের মাঠে গোলহীন থাকার আগে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে
বায়ার্ন মিউনিখের বিপক্ষেও কোনও গোল পায়নি বার্সা। হারতে হয় ৩-০ গোলে।
লিগের
আগের ম্যাচে গ্রানাদার সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। হ্যাঁ
গোল পেয়েছে, কিন্তু সেটাও ৯০ মিনিটে গিয়ে। আর স্কোরশিটে নাম লেখা রোনাল্দ
আরাউহো, যিনি কিনা একজন ডিফেন্ডার। অর্থাৎ, বর্তমান বার্সেলোনার ফরোয়ার্ডের
দুর্বলতা স্পষ্ট হয়ে ফুটে ওঠে। মেসি চলে গেছেন, আতোঁয়া গ্রিজমানকে ধারে
পাঠিয়ে দেওয়া হয়েছে আতলেতিকো মাদ্রিদে, চোটে আক্রান্ত সের্হিয়ো আগুযেরো,
আনসু ফাতি ও উসমান ডেম্বেলে। তাদের অনুপস্থিতিতে নতুন যোগ দেওয়া মেমফিস
ডিপাই ও লুক ডি ইয়ং কিছুই করতে পারছেন না।
তাই কাদিজের মাঠ থেকে
গোলশূন্য ড্র করে ফিরে পয়েন্ট হারায় বার্সেলোনা। ৫ খেলায় তৃতীয় ড্রতে ৯
পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল
মাদ্রিদ থেকে এখনই পিছিয়ে আছে ৭ পয়েন্টে। এক ম্যাচ বেশি খেলা লস
ব্লাঙ্কোদের পয়েন্ট ১৬।