Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM, Update: 25.09.2021 2:06:06 AM
বশিরুল ইসলাম:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোটরসাইকেল চোর চক্রের দৌড়াত্ম্য বেড়েছে। নিমিষেই চুরি হয়ে যাচ্ছে মোটরসাইকেল। দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনদের মোটরসাইকেল হাসপাতাল এলাকায় রেখে ভিতরে প্রবেশ করলেই চুরি হয়ে যায় মোটরসাইকেলটি। এমন ঘটনায় হতাশ হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের মতো তাদেরও দাবি- চোর চক্রটিকে আইনের আওতায় আনা হোক।
গত ২২ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার মকবুল হোসেনের পুত্র সুমন মিয়ার মোটরসাইকেলটি চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্যান্ট-শার্ট পরা ভদ্রবেশী তিন ব্যক্তি এই চুরির ঘটনায় অংশ নেয়। তবে তাদেরকে কেউ চিনতে পারছে না। যদিও সিসি ক্যামেরার ফুটেজে তাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- নিরাপত্তার সার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তারপরও চোর চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাাচ্ছে। এদের দুরন্ত সাহস। তাদেরকে শক্তভাবে দমন করা প্রয়োজন। আর পুলিশ বলছে- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন কুমিল্লার কাগজকে বলেন, হাসপাতালের পুরো এলাকাজুড়ে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। সিসি ক্যামেরা থাকার পরেও চুর চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাাচ্ছে। এদের দুরন্ত সাহস। শক্তভাবে দমন করা প্রয়োজন। অন্যথায় হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজন এমনকি আমরাও নিরাপত্তা হীনতায় আছি। আমাদের অনেক স্টাফ মোটরসাইকেলে হাসপাতালে এসে দায়িত্ব পালন করে। আমার অফিসে একটি অভিযোগ দায়ের করেছে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাকে দিয়ে দিয়েছি।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই বিষয়টি তিনি জানেন না। তার কাছে অভিযোগ এলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।