কুমিল্লায় শনাক্তের হার নেমেছে দেড় শতাংশে
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM, Update: 25.09.2021 2:06:10 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলায় করোনা শনাক্তের নেমেছে দেড় শতাংশে। গত ২৪
ঘন্টায় জেলায় শনাক্তের হার ছিলো ১ দশমিক ৬ শতাংশ। এছাড়া একই সময়ে ৩৮৪ জন
করোনা নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্ত হয়েছেন মাত্র ৬ জন। যা করোনা
মহামারি পরিস্থিতিতে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন রোগতত্ত্ববিদরা। এদিকে
স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমণ নিয়েও নজর রাখছেন
সংশ্লিষ্টরা। করোনা প্রতিরোধ সংশ্লিষ্টদের একটাই সতর্কতা- স্বাস্থ্যবিধি না
মেনে উদাসীনভাবে চলাফেরা করছে তাদের জন্য করোনা প্রাণঘাতি হিসেবে দেখা
দিতে পারে। ১৫ সেপ্টেম্বর থেকে গত ১০ দিনে কুমিল্লা জেলায় সংক্রমণ শনাক্তের
হার ৫ শতাংশ অতিক্রম করেনি।