ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান অধ্যাপক ডা. প্রাণ গোপাল
Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
সদ্য নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, যে কোন উপায়ে চান্দিনা উপজেলাবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই’।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়ইটায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকষ্মিক পরিদর্শণে এসে স্বাধীনতা পদকপ্রাপ্ত নাক-কান-গলার খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জিরু ট্রলারেন্স ভূমিকা পালন করছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু আমাকে কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করেছেন সেহেতেু চান্দিনাবাসী যাতে স্বাস্থ্য সেবার জন্য বাহিরে যেতে না হয় সেদিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।
আকস্মিক পরিদর্শণে এসে তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা ও  চিকিৎসক ও নার্সদের কর্মতৎপরতার প্রশংসা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসকদের জড়াজীর্ণ  বাস ভবন পরিদর্শণ করে অবকাঠামো উন্নয়নে কাজ করবেন বলে জানান খ্যাতনামা ওই চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, আকস্মিক পরিদর্শণে আসেন স্যার। তিনি যখন এসেছেন তখন আমি উপজেলার মহিচাইল ২০ শয্যা হাসপাতাল পরিদর্শণে গিয়েছিলাম। দ্রুত এসে হাজির হই এবং স্যার হাসপাতাল ও স্টাফদের সকল খোঁজ খবর নিয়েছেন। তিনি চান্দিনাবাসীর শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের উপস্থিতির খবর শুনে পরবর্তীতে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিব হাসানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের প্রবীণ সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে ২০ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।