মানবিক মানুষ ছাড়া মানবিক সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়
Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
মানবিক
মানুষ ছাড়া মানবিক সমাজ বিনির্মাণ করা যেমন সম্ভব নয়, তেমনি অসুস্থ
রোগীদের রক্তের প্রয়োজনে সুস্থ মানুষের রক্তের বিকল্প নেই। যে যুব-তরুণরা
আজ এ মহত কাজে নিয়োজিত তোমাদের অভিনন্দন। তোমরাই জাতির আগামী ভবিষ্যৎ,
রক্তের প্রয়োজনে রক্তদানের পাশাপাশি মাদকের বিরুদ্ধে তোমাদের রুখে দাড়াতে
হবে। সন্ত্রাস, নৈরাজ্য, ইভটিজিংয়ের পথ ছেড়ে জ্ঞানার্জনের পথ খুঁজতে বই
পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। ঘুরে- ফিরে আড্ডায় সময় নষ্ট না করে সুস্থ মন ও
সুস্থ দেহ গঠনে খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোনিবেশ হতে হবে।
তবেই আমরা আমাদের অভিষ্ঠ লক্ষে পৌঁছার পথ খুঁজে পাব।
শনিবার বেলা ১১টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লাড ডোনেশন দেবীদ্বারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন। আলোচনা
সভার পূর্বে সংগঠনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান মিলিত হয়।
ব্লাড
ডোনেশন দেবীদ্বারের সভাপতি ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালামের সভাপতিত্বে
এবং মোঃ সাইফুর শুভ ও মোঃ সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার
থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট টিভি নাট্যাভিনেতা এ,এস,এম
শহীদুল্লাহ মজুমদার সবুজ, ‘ব্লাড ডোনেশন দেবীদ্বারের উপদেষ্টা এডভোকেট
মাজহারুল হক মামুন, মোঃ মনিরুল হক, মোঃ মাসুম সরকার, মোঃ ইকবাল হোসেন
রুবেল, মোঃ মাবুব আলম সরকার, সহ-সভাপতি মোঃ আবুল কাসেম সরকার, সদস্য মোঃ
মাঈন উদ্দিন (মায়ন) প্রমুখ।