কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুব বন্ধু সংগঠনের উদ্যোগে গরীব অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। রোববার সকালে জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৩৫টি পরিবারের বাড়ি বাড়ি ফল পৌছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল, কাজী নাজমুল হাসান ফরহাদ, সাইদুর রহমান কাউছার, ফরহাদ উদ্দিন চৌধুরী, ব্যাংকার গোলাম কিবরিয়া, সংগঠনের পরিচালক সোহান কামাল, ইউনুস খান এবং উপদেষ্টা মো. শাহাদৎ হোসেন ভুঁইয়া। উপদেষ্টা শাহাদাৎ হোসেন ভূইয়া জানান, ৩৫ পরিবারের মাঝে ৩৫ ফলের ঝুড়ি পৌছে দিয়েছি। ফলগুলোর মধ্যে রয়েছে আনারস, আপেল, কলা, কমলা, মাল্টা, খেজুর। তিনি আরও বলেন, হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুব বন্ধু সংগঠন এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহনের পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি সদস্য সামাজিক কাজে নিবেদীত। স্বেচ্ছাসেবক হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মাহফুজ সরকার, শাহআলম, কবির, মেহেদী, নাজিম।