ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মতবিনিময় সভা
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
আবুল কালাম আজাদ ||
কোভিড-১৯ পরবর্তী শিক্ষার মান উন্নয়নকল্পে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা রবিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়্যুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শেখ কামাল, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম মজুমদার, সাবেক সদস্য মাওলানা ইয়াকুব শরীফ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আমিন শরীফ। তবে ব্যবসায়িক ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হালিম পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর হাওলা দিঘির পাড় দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবদুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে স্থবির করে দিয়েছে। সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে খুলে দিয়েছে। তোমাদেরকে সরকারের সকল নির্দেশনা মেনে অবশ্যই স্কুলে আসতে হবে।
পরে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপির ভূমিকার প্রশংসা করে বলেন, প্রিয়নেতা আমাদের সকল উন্নয়ন করার দায়িত্ব নিয়েছেন। আমাদের সকলের দায়িত্ব স্ব স্ব অবস্থানে পালন করতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌছতে সক্ষম হবো।