বুড়িচংয়ে অবৈধ ডেজার মেশিন ধ্বংস
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
৫০ হাজার টাকা জরিমানা---
নিজস্ব প্রতিবেদক।।
অবৈধ ভাবে ডেজার মেশিন দিয়ে মাটি কাটায় কুমিল্লার বুড়িচং উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেয়। এসময় অভিযুক্ত ডেজারের মালিক মনির হোসেন মনু ও তার ছেলে সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বুড়িচং থানার এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মোঃ মনির হোসেন মনু ও তার ছেলে মোঃ সুমন মিয়া দীর্ঘ কয়েক বছর ধরে বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে ডেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বাড়ি ঘর, ডুবা গর্ত ভরাটের কাজ দেদারসে চালিয়ে যাচ্ছে।
শনিবার বিকাল ৪ টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বুড়িচং থানার এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালত ডেজার মেশিন দুটি এবং ৩শত মিটার পাইপ ধ্বংস করে দেয় এবং ডেজারের মালিক মনির হোসেন মনু ও তার ছেলে মোঃ সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন বলেন, এধরনের অবৈধ কর্মকাণ্ড যেখানে চলুক আমরা অভিযান চালিয়ে তা কঠোর হস্তে দমন করবো।