ব্রাহ্মণপাড়ায় বীর মুুক্তিযোদ্ধা শামছুর রউফ মাসুকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ইসমাইল নয়ন
Published : Monday, 27 September, 2021 at 6:29 PM
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের সাবেক সমবায় কর্মকর্তা, আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের সাবেক সদস্য ও সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুর রউফ মাসুক সোমবার রাত ১:৩০ ঘটিকায় কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি....রাজিউন).মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সোমবার বাদ আছর সিদলাই বড়বাড়ী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা শামসুর রৌফ মাসুককে থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির নব-নির্বাচিত সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা বারের সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সবেক অর্থ সম্পাদক আলহাজ্ব আবু জাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক, প্রবীণ আওয়ামী লীগের নেতা এডভোকেট ছিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সহ এলাকায় মুছল্লী ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।