ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকীতে
দেবীদ্বার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (সিনোফার্ম) টিকাদান ক্যাম্পেইন প্রস্তুত
এবিএম আতিকুর রহমান বাশার
Published : Monday, 27 September, 2021 at 6:34 PM
দেবীদ্বার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (সিনোফার্ম) টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতপ্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশে বিশেষ কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাছে। 
সে প্রেক্ষিতে দেবীদ্বার উপজেলার  ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঐ দিন মোট ২৪০০০ (চব্বিশ হাজার)  রেজিষ্ট্রেশনকৃত ২৫ বছর ও তদুর্ধ জনগোষ্ঠিকে  নিম্নে উল্লেখিত নির্ধারিত স্থানে এই টিকা প্রদান করা হবে। জাতীয় গুরুত্বপূর্ন এই টিকাদান ক্যাম্পেইনে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাছে। দেবীদ্বার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (সিনোফার্ম) টিকাদান ক্যাম্পেইন প্রস্তুত
দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নে উল্লেখিত স্থানে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করা হবে। বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুর, সুবিল, গুনাইঘর(উঃ), গুনাইঘর(দঃ), রাজামেহার, ভানী, ধামতী, সুলতানপুর, বরকামতা, মোহনপুর ইউনিয়নের টিকাদান কর্মসূচী পালিত হবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং ফতেহাবাদ ইউনিয়নের টিকাদান খলিলপুর উচ্চ বিদ্যালয়ে, এলাহাবাদ ইউনিয়নের টিকাদান এলাহাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রে, জাফরগঞ্জ ইউনিয়ন’র টিকাদান জাফরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে, দেবীদ্বার পৌরসভার দেবীদ্বার উপজেলা পরিষদ হল রুমে টিকাদান কর্মসূচী পালিত হবে।
এব্যপারে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবীর জানান, মাননীয় প্রধান মন্ত্রীর ৭৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে জাতীয় টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। তারই ধারাবাহীকতায় মঙ্গলবার দেবীদ্বারে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫ উর্ধ বয়সী রেজিষ্ট্রেশনভূক্ত ২৪ হাজর জনগোষ্ঠিকে ওই টিকা দেয়া হবে। এলক্ষে আমাদের সকল কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে টিকাদান কর্মসূচী সফল করার লক্ষে জনগনের সহযোগীতাও তিনি কামনা করেছেন।