বর্তমান বোর্ডে জাতীয় দলের ৩ জন সাবেক অধিনায়ক- আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় আর খালেদ মাহমুদ সুজন। তারা সবাই এবারও নির্বাচন করছেন।
কিন্তু তাদের মধ্যে একমাত্র আকরাম খানকেই নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে হচ্ছে না। কারণ চট্টগ্রাম বিভাগে আ জ ম নাসির ও আকরাম খানের বিপক্ষে আর কেউ মনোনয়নপত্র তোলেননি। কেউ জমাও দেননি।
তাই ধরেই নেওয়া যায়, আকরাম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। অন্যদিকে অপর দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দুর্জয়কে নির্বাচন করে জিতেই আসতে হবে।
আজ সোমবার মনোনয়ন জমা দিতে স্বশরীরে এসেছিলেন আকরাম খান। নিজ বিভাগের সকল কাউন্সিলরকে ধন্যবাদ জানাতে ভোলেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।
আকরাম বলেন, ‘উনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা প্রথমত বিভাগ চট্টগ্রামের জন্য কাজ করছি। তারপর দেশের জন্য তো আমরা কাজ করছিই।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘দোয়া করবেন যেন আগের চেয়ে চট্টগ্রাম থেকে এখন অনূর্ধ্ব-১৯ দলে আরও বেশি ক্রিকেটার অংশ নিতে পারে। জাতীয় দলেও ভবিষ্যতে আরও অনেকে খেলবে আশা করি।’
চট্টগ্রামে একটি একাডেমি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে আকরাম বলেন, ‘আমাদের চট্টগ্রামে একটা একাডেমি করার পরিকল্পনা ছিল। একটা উন্নতমানের একাডেমি আমরা করতে যাচ্ছি। করোনার জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এটা নিয়ে আজম ভাইয়ের (আ জ ম নাসির) সঙ্গে আমার কথা হয়েছে। এটাতে চট্টগ্রাম বিভাগে যতগুলো জেলা আছে, প্রতিটি প্রতিভাবান খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবো।’