দেবিদ্বারে ফসলি জমির মাটি কাটায় দুটি ড্রেজার ধ্বংস
শাহীন আলম
Published : Monday, 27 September, 2021 at 7:34 PM
কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমির বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন। ওই অভিযানে এলাকার আবুল হোসেনের দুটি ড্রেজার ধ্বংস করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক মো. সেলিম উদ্দিন, মো. মফিজুল ইসলাম জানান, ড্রেজার মালিক আবুল হোসেন দীর্ঘদিন ধরে এ এলাকার বিভিন্ন ফসলি জমি ড্রেজার মেশিনের মাধ্যমে ধ্বংস করে ফসলের মাটি অন্যত্র বিক্রি করে আসছেন। স্থানীয় কৃষকরা তাকে একাধিকবার বাধা প্রদান করলেও তিনি শোনেননি। এছাড়াও এলাকায় আরও কিছু লোক দিনের পর দিন ফসলের উর্বর মাটি কেটে অন্যত্র সরিয়ে ফেলছেন তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কেটে ড্রেজারের মাধ্যমে অন্যত্র নেওয়া হচ্ছে। ফলে একদিকে ফসলী জমি কমে আসছে অপরদিকে অপরিকল্পিতভাবে বসতবাড়ী নির্মাণ হচ্ছে। বিশেষ করে একজনের জমি থেকে মাটি উত্তোলনের কারণে চারদিকের অন্যান্য জমির মালিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করে আসছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামে অভিযান চালানো হয়েছে। অভিযানে আবুল হোসেনের দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। তিনি আরও বলেন , যারা অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলী জমি নষ্ট করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।