ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
রণবীর ঘোষ কিংকর
Published : Tuesday, 28 September, 2021 at 8:45 PM
চান্দিনায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকুমিল্লার চান্দিনায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।  
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের এবং উপজেলা, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এর আগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি ও মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহজালাল মিয়া শিপন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন গাজী। সভায় উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার কাউন্সিলর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, উপজেলা কৃষকলীগ নেতা আবদুস ছালাম, যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন ভূইয়া, শহিদুল ইসলাম শিকদার, একরামুল হক মামুন, মো. আবুল কালাম আজাদ, মো. তৌফিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন, রানা সাহা প্রমুখ।
এছাড়াও চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পৃথক ভাবে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।