ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চ্যাম্পিয়নস লিগে রাতে নামছে কারা, দেখে নিন
Published : Wednesday, 29 September, 2021 at 1:25 PM
চ্যাম্পিয়নস লিগে রাতে নামছে কারা, দেখে নিনবায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি বার্সেলোনা ভুলে যেতে চায় তাতে সন্দেহ নেই। কিন্তু বাস্তবতা সেটি করতে দিলে তো! চ্যাম্পিয়নস লিগে আবারও সেই একই মাঠে খেলতে নামছে কাতালানরা। লিসবনের এস্তাদিও দা লুজে এবারের প্রতিপক্ষ বেনফিকা। রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি সিক্স।

বার্সা এই মাঠে সবশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তাই একই মঞ্চে জ্বলে উঠলে হারের ক্ষতে তা কিছুটা হলেও প্রলেপ হিসেবে কাজ করবে।

গ্রুপ পর্বে বায়ার্নের কাছে আবারও হেরে যাওয়ায় বার্সার লক্ষ্য এখন পয়েন্ট অর্জন। কিন্তু বেনফিকার মতো আগ্রাসী খেলার ধরনের বিপক্ষে কোম্যানের দলকে সম্প্রতি জ্বলে উঠতে দেখা যায়নি।

সবশেষ লা লিগায় লেভান্তের বিপক্ষে জয় প্রেরণদায়ক হলেও প্রতিপক্ষ সেভাবে ধারালো ছিল না মোটেও। তাই পর্তুগিজ ক্লাবটির নিজেদের মাঠে ম্যাচটা সহজ হওয়ার কথা নয়। বার্সা কোচ কোম্যান নিজেও সব কিছু বিবেচনা করছেন বাস্তবতার নিরিখে, ‘আমাদের বাস্তবতা মেনে নিতেই হবে। যে পরিবর্তন দলে এসেছে। তাতে শীর্ষ পর্যায়ের দলের মতো হওয়াটা কঠিন।’

বার্সার মতো রাতে জয়ের খোঁজে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেডও। রোনালদোকে ভিড়িয়েও গ্রুপ পর্বে শুরুটা জয় দিয়ে করতে পারেনি। ইয়াং বয়েজের কাছে হেরেছে ২-১ গোলে। আজকের প্রতিপক্ষ ভিয়ারিয়ালও যে সহজ প্রতিপক্ষ তেমন নয়। গত মে মাসে ইউরোপা লিগের ফাইনালে এই দলটির কাছেই পেনাল্টিতে হেরেছে রেডরা। রোনালদোর মতো তারকা দলে ভেড়ায় সেই হারের প্রতিশোধ নিতেই চাইবে তারা। রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

একই সময়ে মাঠে নামবে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষেও ম্যাচটি শুরু হবে রাত ১টায়। দেখাবে সনি টেন-১। বায়ার্ন মিউনিখের ম্যাচও একই সময়ে। বেনফিকার বিপক্ষে ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-৩।