মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিবির সাইবার স্পেশাল ও সিরিয়াস ক্রাইমের উপ-পুলিশ কমিশনার শরিফুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মোহাম্মদপুরে দায়ের করা মামলা আমরা তদন্ত করছি। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশ মুফতি ইব্রাহীমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।
মোহাম্মদপুর থানায় ইব্রাহীমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলাও হয়েছে। মামলাটি থানা পুলিশ তদন্ত করছে।