কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে গৃহকর্তার হাত-পা বেঁধে অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ দায়ের করার তিন দিনেও মামলা গ্রহণ করেনি পুলিশ।
গত রবিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় পল্লী বিদ্যুৎ রোড আবাসিক এলাকার তাহমিনা ভিলায় ডাকাতির ঘটনায় ভূক্তভোগীর লিখিত অভিযোগ দায়ের করার তিন দিনেও (এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটা) মামলাটি গ্রহণ করেনি থানা পুলিশ। এমনকি ঘটনার সাথে জড়িত কাউকে আটকও করতে সক্ষম হয়নি।
জানাযায়, চান্দিনা পল্লী বিদ্যুৎ সড়কের আবাসিক এলাকার তাহমিনা ভিলার নিচ তলায় প্রায় সাত বছর যাবৎ স্বপরিবারে ভাড়ায় বসবাস করেন ওষুধ কোম্পানীর প্রতিনিধি আব্দুর রাজ্জাক। রবিবার দিনগত রাত সাড়ে ৩টায় তার বাসায় ডাকাতি সংগঠিত হয়।
আবদুর রাজ্জাক জানান, ‘রবিবার রাত সাড়ে ৩টায় ৫-৬ জনের মুখোশধারী ডাকাতদল বাসার গেইটের তালা ও দরজা ভেঙে কক্ষের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা আমাকে ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন, ১টি ট্যাব সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়’।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন কি-না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরদিন সোমবার সকালে আমি চান্দিনা থানায় মামলা দায়ের করেছি। চান্দিনা থানা পুলিশ আমার বাসায় এসে ঘটনা পরিদর্শনও করেন’।
এদিকে থানায় খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকাল থেকে এ পর্যন্ত (বুধবার দুপুর আড়াইটা) চান্দিনা থানায় কোন প্রকার ডাকাতি মামলা রেকর্ড করা হয়নি। মামলা রেকর্ড না হওয়ার খবর শুনে বিষ্মিত হন ভুক্তভোগী গৃহকর্তা বলেন ‘তাহলে বিচার পাবো কোথায়’?
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, সোমবার সকালে বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।