ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিসিবির প্রধান নির্বাহীর পদত্যাগ
Published : Thursday, 30 September, 2021 at 12:00 AM
চুক্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। ২০১৯ সালে তিন বছরের চুক্তিতে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আকস্মিক পদত্যাগের পর এই বিষয়ে আলোচনা করতে বুধবার বিকালে বোর্ড অব ডিরেক্টরদের একটি বৈঠক ডেকেছেন চেয়ারম্যান রমিজ রাজা।
রমিজ আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার পর কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসও পদত্যাগ করেছিলেন। চুক্তির এক বছর বাকি থাকতেই এই দায়িত্বে থাকা নিয়ে সংশয়ে ছিলেন ওয়াসিম। তাকে আরও তিন বছর থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতি দিয়ে বোর্ড ওয়াসিমের পদত্যাগের খবর নিশ্চিত করেন, ‘প্রধান নির্বাহী হিসেবে ওয়াসিম খানের পদত্যাগের খবর নিশ্চিত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে আলোচনা করতে বিকালে বোর্ড অব গভর্নরদের একটি বৈঠক হবে।’
৫০ বছর বয়সী ওয়াসিম এমন সময়ে পদত্যাগ করলেন যখন পাকিস্তান ক্রিকেটে দুঃসময় যাচ্ছে। সম্প্রতি নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড দেশটি থেকে সফর প্রত্যাহার করে নিয়েছে। বোর্ডের একাংশের ধারণা, দুই দেশের সফর না হওয়ার জন্য ওয়াসিম দায়ী।