চোট পেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়েছেন অর্জুন টেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছে তার দল মুম্বাই ইন্ডিয়ানস।
শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন বাঁহাতি পেসার। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবেও ঘরোয়া ক্রিকেটে নৈপুণ্য দেখিয়েছেন।
এবার নেট বোলার হিসেবে দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন টেন্ডুলকার। নিলাম থেকে অর্জুনকে দলে নেওয়ার পর তাকে নিয়ে চলতি মৌসুমেই আইপিএল অভিষেকের আশা করা হয়েছিল। কিন্তু চোটের কারণে অর্জুনের এ বছর আইপিএল খেলার স্বপ্ন পূরণ হলো না।
জুনিয়র টেন্ডুলকারের পরিবর্তে দিল্লির ২৩ বছর বয়সি ডানহাতি পেসার সিমরজিৎ সিংকে দলে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমনটি নয় যে, সিমরজিৎ দলের সঙ্গে আমিরশাহিতে ছিলেন। বরং মুম্বাই ইন্ডিয়ানসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, ডানহাতি পেসার আইপিএলের গাইডলাইন মেনে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।