ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের প্রথম ম্যাচ রাতে নয় বিকালে
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আগামী ১ অক্টোবর। এবারের আসরটি অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালেতে। উদ্বোধনী দিনে রাত ১০টায় হওয়ার কথা ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। কিন্তু এখন আয়োজকদের অনুরোধে বিকাল ৫ টায় খেলতে হবে জামাল ভুঁইয়াদের। সেদিন রাত ১০টায় স্বাগতিক মালদ্বীপ খেলবে নেপালের বিপক্ষে।

এছাড়া সূচিতে আর কোন রদবদল হয়নি। আগের সূচি অনুযায়ী-ই ৪ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের। শুরু হবে বিকাল ৫টায়। ৭ অক্টোবর রাত ১০টায় লাল-সবুজ জার্সিধারীরা খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। ১৩ অক্টোবর বাংলাদেশ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। আর ১৬ অক্টোবর ফাইনাল হবে রাত ৯টায়।

প্রথম দিনের ম্যাচের সময় পরিবর্তন প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফের আয়োজক মালদ্বীপ উদ্বোধনী অনুষ্ঠান করতে চাইছে। তাই তারা প্রথম ম্যাচটি বিকালে নয় রাতে খেলতে চেয়েছে। আমরা অন্যদের সঙ্গে কথা বলে সূচিতে একটু পরিবর্তন এনেছি। তাই বাংলাদেশের প্রথম ম্যাচ রাতে নয় বিকালে হবে। এছাড়া অন্য দিনের সূচি ঠিক থাকবে।’