বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা শুরু
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের মৌখিক পরীক্ষা আজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৪টা থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও জাজেজ কমপ্লেক্সে এই মৌখিক পরীক্ষা শুরু হয়। সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও জাজেজ কমপ্লেক্সের মোট পাঁচটি বোর্ডে বিকেল ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেন বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল।
এর আগে গত ২৫ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের স্থগিত মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট থেকে শুরু হবে বলে বার কাউন্সিলের সচিব ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। তারই ধারাবাহিকতায় আজ পরীক্ষা শুরু হয়েছে।
এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নিচ্ছেন। এর আগে গত ৩০ মে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। এরপর তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের পর আরও ১৩৩ জন উত্তীর্ণ হন। ২৭ জুন বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৩০ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের পর ১৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় নয় কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এসব কেন্দ্রে আবারও পরীক্ষা নেওয়া হয়। দুই ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।
এর আগে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন এবারের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন।