দৌলতদিয়ায় পদ্মার ভাঙনে বন্ধ ৪ নম্বর ফেরিঘাট
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটের সিদ্দিক কাজীপাড়া এলাকায় পদ্মায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে সাময়িকভাবে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে পদ্মার তীব্র স্রোত, ঘাট সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়ায় ঘাট এলাকায় পণ্যবাহী যানবানের লম্বা লাইন তৈরি হয়েছে। এতে দীর্ঘসময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক মিলে প্রায় ছয় শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে বলে জানা গেছে।
ঘাট সূত্র জানায়, সকালে দৌলতদিয়া ৪ নম্বর ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়া এলাকার ভাঙন দেখা দেয়। মুহুূর্তের মধ্যে ঘাট সংলগ্ন একটি মসজিদ ও কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়। তাৎক্ষণিকভাবে ভাঙন আতঙ্কে ২০টি ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়। এরপর ৪ নম্বর ফেরি ঘাটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় মোট সাতটি ফেরিঘাট রয়েছে। ভাঙনে ১ ও ২ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ। সোমবার ভাঙনের পর ৪ নম্বর ঘাটটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার চলমান রয়েছে। তবে পচনশীল পণ্যবোঝাই ট্রাক আগে পারাপারের সুযোগ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে ফেরি চলাচল করলে দ্রুত যানবাহনের চাপ কমে যাবে।