Published : Tuesday, 12 October, 2021 at 12:00 AM, Update: 12.10.2021 1:40:43 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নটি অনেকটা গোমতি নদীর কোল ঘেষে অবস্থিত। এক সময়ে শিক্ষা ক্ষেত্রে অনেকটা অনুন্নত থাকলেও বর্তমানে শিক্ষা ও কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে একটি সমৃদ্ধশালী জনপদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ জনপদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য দলীয়
প্রার্থী হতে চান বর্তমান বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. আবু তাহের । জানা যায়- সমাজ সেবক মো. আলহাজ্ব মো. আবু
তাহের বর্তমান ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সাদকপুর গ্রামে ২৫/১০/১৯৫৯ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মো. আবু তাহের চেয়ারম্যান ১৯৭৫ ইং সনে এসএসসি পাশের পর থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে ১৯৯২ সনে প্রথম পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ ৭ বছর অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন সহ বর্তমানে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং সদস্য হিসেবে অত্যান্ত সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া, তিনি সাদকপুর ইসলামিয়া আলীম মাদ্রাসার বর্তমান সভাপতি হিসেবে ২০০৯ হতে ২০২১ পর্যন্ত ১২ বছর দায়িত্ব পালন করেন। অধিকন্তু, ওইছ মাদ্রাসার সাবেক সহ-সভাপতি এবং আজীবন দাতা সদস্য ও শিক্ষানুরাগী সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে বিভিন্ন মেয়াদে ৯ বছর ও পারুয়ারা আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজে ২০১৪ হতে ২০১৭ পর্যন্ত অভিভাবক সদস্য ছিলেন। পাশাপাশি দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভুইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাদকপুর কেন্দ্রিয় শাহী ঈদগাহের সাধারণ সম্পাদক ও সাদকপুর বাজার কমিটির বিগত ২৮ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন কর আসছেন। বুড়িচং উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য হিসেবে ১০ বছর এবং ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন গ্রাম্য শালিসি বোর্ডের সভাপতি ও পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। মহামারি করোনা কালীন সময়ে পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সাহায্য সহযোগিতায় ও হাত বাড়িয়েছেন তিনি। সাবেক ও প্রয়াত আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকার উন্নয়নে সহযোগিতা করেন তিনি। বর্তমান এমপি এড. আবুল হাসেম খাঁন ও উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দারকে এলাকার উন্নয়নে একইভাবে সহযোগিতা করে বর্তমান সরকারের ভিশন মিশন বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানান। এছাড়া, আলহাজ্ব আবু তাহের চেয়ারম্যান দেশের ক্রান্তিকালে বিএনপি বিরোধী আন্দোলনে রাজপথে ও
সক্রিয় ভূমিকা পালন করেন। এক বিবৃতিতে সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের বলেন- বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, ইভটিজিং ও বাল্য বিবাহ নিরসন করে একটি মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়তে তিনি আরো ভূমিকা রাখবেন বলে জানান। এ জন্য আপামর সাধারণ ভোটার ও জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।