Published : Monday, 11 October, 2021 at 12:00 AM, Update: 11.10.2021 1:38:11 AM
মাসুদ আলম।।
কুমিল্লা
সিটি কর্পোরেশনের (কুসিক) ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে
উপ-নির্বাচনে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১০ অক্টোবর)
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে মনোনয়ন
জমা দেন ওই তিন প্রার্থী। তারা হলেন কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ডের প্রয়াত
কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটুর ছেলে সৈয়দ রায়হান আহমেদ, নগরীর গাংচর
শাহসুজা মসজিদ এলাকার মো. আমির হোসেনের ছেলে আনোয়ার হোসেন মিঠু ও নগরীর
গাংচর এলাকার ফয়েজ ভূঁইয়ার ছেলে ইয়াছিন ভূঁইয়া।
তিন প্রার্থীর
মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার
মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের
সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা
দিয়েছেন। ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ১৭ অক্টোবর প্রার্থীতা
প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ২ নভেম্বর এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, রবিবার বিকেলে প্রার্থী আনোয়র হোসেন
মিঠু কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ
জাবেদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও ১৭ নং ওয়ার্ড
কাউন্সিলর মোঃ সোহেল।
এর আগে একই দিন দুপুরে স্থানীয় আওয়ামী লীগের
নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী সৈয়দ রায়হান আহমেদ
মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাসির আহমেদ নায়িম, সহ-সভাপতি মিজানুর রহমান
মিজান, মুকুল আহমেদ, আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ইয়া ইয়া মজুমদার ও
দোকান মালিক সমিতির সাবেক ট্রেজারার আবদুর রহমান।