Published : Monday, 11 October, 2021 at 12:00 AM, Update: 11.10.2021 1:48:06 AM
তানভীর দিপু:
কুমিল্লায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছে প্রায় ১৩ লাখ মানুষ। ইতোমধ্যে জেলায় করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছে ২০ লাখেরও বেশি মানুষ। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ টিকা পাচ্ছেন কুমিল্লায়। তবে এসএমএস পেয়েও টিকা নিতে আসেনি এমন মানুষের সংখ্যাও কম নয়। শুধু কুমিল্লা সিটি কর্পোরেশনেই এসএমএস পেয়ে টিকা নিতে আসেননি ৪১ হাজার মানুষ। কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, কুমিল্লা জেলায় ১৯ লাখ ৩৮ হাজার ২১৯ জন করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছেন। যারাই রেজিষ্ট্রেশন করেছে তাদের সবাইকে টিকার জন্য এসএমএস পাঠানো হয়েছে। যারাই আসছে তাদেরকে টিকা দেয়া হচ্ছে। ঢাকা থেকে যখন যে পরিমান টিকা আসছে তা সাথে সাথেই গ্রহীতাদের দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে সুষ্ঠভাবে টিকা দান সম্পন্ন হবে। এপর্যন্ত কুমিল্লা জেলায় মডার্না, এস্ট্রাজেনেকা, সিনোফার্ম এর টিকা প্রদান করা হয়েছে। গণটিকা কার্যক্রমে ব্যাপক উৎসাহ নিয়ে টিকা নিয়েছে সাধারণ মানুষ। এছাড়া প্রবাসীদের জন্য দ্রুত টিকাদানসহ তাদের জন্য নির্ধারিত টিকার জন্যও ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জনশক্তি অধিদপ্তর। কুমিল্লা সিটি কর্পোরেশন এবং প্রতিটি উপজেলায় প্রতিদিন টিকা দিচ্ছে স্বাস্থ্যবিভাগ। এছাড়া যাদের নিবন্ধন এবং এসএমএস প্রাপ্তিতে কোন জটিলতা হয়েছে সেগুলো আবেদনের মাধ্যমে সমাধান করছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন আরো জানান, দ্রুত সময়ের মধ্যে কুমিল্লায় ফাইজারের টিকা এসেও পৌঁছাবে। ফাইজারের টিকা যারা পাবেন তাদেরকে জানানো হবে। এখন টিকা প্রাপ্তি নিয়ে কোন জটিলতা নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে।