ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ব কন্যা সন্তান দিবসে স্কুল ছাত্রীদের স্বাস্থ্য ও স্বাবলম্বীতায় উদ্ভুদ্ধকরণ
রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন, চান্দিনা, কুমিল্লা
Published : Tuesday, 12 October, 2021 at 12:00 AM, Update: 12.10.2021 1:41:20 AM
বিশ্ব কন্যা সন্তান দিবসে স্কুল ছাত্রীদের স্বাস্থ্য ও স্বাবলম্বীতায় উদ্ভুদ্ধকরণবিশ্ব কন্যা সন্তান দিবস  পালন করার মধ্য দিয়ে নতুন করে যাত্রা শুরু করল ‘দ্য ক্র্যাফট ভিলেজ’, মহিচাইল, চান্দিনা, কুমিল্লা, রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের একটি প্রকল্প। সাথী ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব  অব গ্রেটার ঢাকার সাথে যৌথ উদ্যোগে আজ জোবেদা মমতাজ গালর্স হাই স্কুলের  ৬ষ্ঠ  থেকে দশম শ্রেণির ২০০ জন ছাত্রীর মাঝে পুনরায় ব্যবহার যোগ্য স্যানিটারি প্যাড বিতরন করলো রোটারিলেট এবং রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার  জৈষ্ঠ দৌহিত্র নাহিয়ান রেদোয়ান আহমেদ; সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত নাহিয়ান বয়সের তুলনায় দুরদর্শী  এবং মানবদরদী বলে সর্বজন বিদিত। রোটারী ক্লাব অব গ্রেটার ঢাকার ‘যব ক্রিয়েশান প্রজেক্টে (  কর্মসংস্থান বিষয়ক প্রকল্প) সাহায্যের হাত বাড়ালেন রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের ট্রাস্টি বেগম মমতাজ আহমেদ সেলাই মেশিন উপহার ও মেয়েদের জন্য সেলাই কক্ষ উদ্বোধন  করার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের  প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানদের  দ্বারা লটারীর মাধ্যমে ২৫ জন মেয়েকে মেহগনি গাছের চারা প্রদান করা হয়। রোটারী ক্লাব অব  গ্রেটার ঢাকার প্রাক্তন সভাপতি নাজমুল হোসেন  ওয়াদা করেন- আগামী বছর থেকে গাছের সবচেয়ে ভাল পরিচর্যাকারী ছাত্রীকে পুরুষ্কার সহ সনদপত্র প্রদান  করবেন। সাথী ফাউন্ডেশনের প্রদান মিফরা জহির ও তাঁর সহযোগীরা বিতরণকৃত স্যানেটারী প্যাডের ব্যবহার- কার্যকারীতা এবং মাসিক স্বাস্থ্য সম্পর্কে মেয়েদেরকে সচেতনতা মূলক উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রোটারী ক্ল¦াব অব গ্রেটার ঢাকার বর্তমান সভাপতি রোটারিয়ান সাহেদ হাসান বাপ্পু ও প্রাক্তন তিন সভাপতি রোটারিয়ান সহীদুল্লাহ কাওসার, আহসানুল হক, ও নাজমুল হাসান। অনুষ্ঠানের অন্যতম চমক ছিল বিশ্ব কন্যা সন্তান দিবস উপলক্ষ্যে রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. রেদোয়ান আহমেদ এর পক্ষ থেকে শুভেচ্ছ স্বরুপ আইসক্রিম বিতরণ।
“আরও কতো স্বপ্ন- কতো উদ্যোগ নিয়ে যৌথভাবে ভাবছি আমরা, এবার শুধু এগিয়ে চলা।” সমাপনী বক্তৃতায় বললেন রেদোয়ান আহমেদ ফাউন্ডেশনের সেক্রেটারী রোটারিয়ান রেজওয়ানা আহমেদ।