Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM, Update: 14.10.2021 1:46:33 AM
ইসমাইল নয়ন।।
মাদকের বয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার লোকদের এগিয়ে আসতে হবে। এখন থেকে মাদকের সাথে সম্পৃক্তদের কোন ছাড় দেয়া হবে না। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এ কথাগুলো বলেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, যানজট নিরশন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড সম্মিলিতভাবে জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলেও একাত্নতা পোষন করা হয়। বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন,
থানা অফিসার ইনচার্জ(ওসি) অপ্পেলা রাজু নাহা, অধ্যক্ষ নজরুল ইসলাম,অধ্যক্ষ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হাজী মোস্তফা সারোয়ার খান, হাজী জসিম উদ্দিন,গিয়াস উদ্দিন মাষ্টার, মোস্তবা আলী শাহীন,আনিসুর রহমান ভূইয়া রিপন,গিয়াস উদ্দিন মুহাম্মদ,আবুল কালাম আজাদ ও সুলতান আহাম্মদ, সালদা ও শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, সহকারী শিক্ষক খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুছ সামাদ, ইউপি সদস্য ফেরদৌস খানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।