ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার  
Published : Thursday, 14 October, 2021 at 12:00 AM, Update: 14.10.2021 1:46:36 AM
ব্রাহ্মণপাড়ায় ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার  ইসমাইল নয়ন।।  সদ্য যোগদানকৃত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নেতৃত্বে টাক্সফোর্স টিম বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ ও একটি গাড়ীসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। যোগদানের মাত্র ১০ দিনের মাথায় বিশেষ সোর্স এর মাধ্যমে পর পর দু'রাতে তিনি বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ ২ মাদক বয়াবসায়ীকে গ্রেপ্তার করতে সফল হন।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার ও মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র নের্তৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশ একযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। সোমবার সন্ধ্যায় অভিযানে হরিমঙ্গল রেলক্রসিং পশ্চিম পাশে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশী করা হয়। এমন সময় বিপরীতগামী দিক থেকে আসা একটি নিশান ব্লু-বার্ড যার নাম্বার ( ঢাকা মেট্রো গ-২৭৮৯৮৫) দাড়ানোর সংকেত দিলে গাড়ির ভেতর থেকে একজন দৌড়ে পালিয়ে গেলেও অপরজন গাড়িতে থাকা আলাউদ্দিন (২২)কে আটক করে। টাস্কফোর্স টিম তল্লাশী করলে গাড়ির ব্যাক কাভার থেকে দুটি বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৪৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছারা টাক্সফোর্স টিম মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের সাদিয়া স্টোরের মালিক মোরশেদের দোকানে অভিযান চালায়। এসময় দোকানের ক্যাশ রেজিষ্টার ও ফ্লোরের পাটাতনের ভেতর থেকে ১৫২ পিছ ইয়াবা, ২০ বোতল মদ ও ৭ বোতল ফেন্সিডিলসহ মালিক মোরশেদ আলম (৩৮)কে হাতেনাতে আটক করে। আটকের পর সে এলাকায় মাদক ব্যবসা করে বলেও স্বীকার করে। আটককৃত দুজনকেই কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, টাস্কফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা চলমান রেখেছে। মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই নিয়মিত এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। থানা অফিসার ইনচার্জ(ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করেছেন।