ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূ আহত
Published : Thursday, 14 October, 2021 at 1:50 PM
অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূ আহতলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রিল কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে এক গৃহবধূ আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রবাসী রিয়েল মিয়াজির বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রিল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভেতর এসে তিন কক্ষে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দুই লাখ ৫০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে এক গৃহবধূ আহত হন।

রায়পুর থানার এসআই ও কেরোয়া ইউপির বিট পুলিশিংয়ে কর্তব্যরত মো. জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির ঘটনায় মো. আজাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন।