Published : Thursday, 14 October, 2021 at 2:06 PM, Update: 14.10.2021 2:41:24 PM
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদের নেতৃত্বে পর্যবেক্ষক দল। এ দলে ছিলেন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ এমপি, খনিজ সম্পদ মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা খানমসহ কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। কুমিল্লায় একটি খবর ছড়ানোর পর পূজা মন্ডপে হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে আসে বাংলাদেশ আওয়ামীলীগের এ পর্যবেক্ষক দলটি।
এসময় হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, বাংলাদেশের সব ধর্মের লোকজনই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। হঠাৎই একটি দেশদ্রোহী চক্র দেশ বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করতে এখানে ষড়যন্ত্রমুলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে।
পরে পর্যবেক্ষক দলটি কুমিল্লা নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সংরক্ষিত আসনের এমপি আনজুম সুলতানা সীমা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঘটনাস্থল পুজা মন্ডপ পরিদর্শনে এসে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কুমিল্লার ঘটনাটি অবশ্যই উস্কানিমুলক। এ ঘটনায় কুমিল্লাতে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এখনো এ ব্যাপারে মামলা হয়নি।