ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আঘাত পেয়েও খেললেন বাংলাদেশের মিডফিল্ডার, অতঃপর.
Published : Thursday, 14 October, 2021 at 6:29 PM
আঘাত পেয়েও খেললেন বাংলাদেশের মিডফিল্ডার, অতঃপর.সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে নেপালের সঙ্গে সমানতালে লড়ে গেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজ দলের মিডফিল্ডার বিপলু আহমেদ ডান চোখের নিচে আঘাত পান। তারপরও মাঠ ছাড়েননি। রক্ত ঝরলেও দলের জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। তবে ম্যাচ শেষে তার চোখের নিচে পড়েছে তিনটি সেলাই।

নেপালের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোখের নিচে আঘাত পান বিপলু। টেলিভিশনে দেখা গেছে, গাল বেয়ে রক্ত ঝরছে তার। তাৎক্ষণিকভাবে ব্যান্ডেজ লাগিয়ে বিপলু লড়াই করে গেছেন। তবে ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে তিনটি সেলাই দিতে হয়েছে।

আঘাত নিয়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগ পর্যন্ত মাঠে ছিলেন বিপলু। গোলকিপার আনিসুর রহমান জিকো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তার জায়গায় আসেন আশরাফুল ইসলাম রানা। এই গোলকিপার নেমেছিলেন বিপলুর বদলি হয়ে।

এরপর হাসপাতালে নিয়ে তিনটি সেলাই পড়েছে তার চোখে নিচে। দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘বিপলু আগের চেয়ে ভালো আছে। সুস্থ আছে। মাঠেই আঘাত পেয়ে রক্ত ঝরছিল। হাসপাতালে সেলাই দেওয়ার পর এখন হোটেলেই আছে।’