বিদ্যুৎস্পৃষ্ট শিশুকে চিকিৎসা দিলেন এমপি প্রাণ গোপাল
Published : Friday, 15 October, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
শারদীয়
দুর্গোৎসবে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণে গিয়ে
বিদ্যুৎ স্পৃষ্ট শিশুকে চিকিৎসা সেবা দিলেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা.
প্রাণ গোপাল দত্ত।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় তিনি
নেতা-কর্মীদের সাথে নিয়ে জোয়াগ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ শেষে
ফেরার পথে চিকিৎসা সেবা দেন তিনি।
গুরুতর আহত ইরফান চান্দিনা উপজেলার
বরকরই ইউনিয়নের আটচাইল গ্রামের মাদার বাড়ীর আমান উল্লাহ’র ছেলে । সে আটচাইল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অধ্যাপক ডা. প্রাণ
গোপাল দত্তের সাথে থাকা এড. শাহজালাল মিঞা শিপন জানান, আমরা উপজেলার জোয়াগ
পূজা মন্ডপ পরিদর্শণ করে নবাবপুর মধ্যবাজারে আসতেই বিকট শব্দ শুনি। এসময়
আমরা গাড়ি থেকে নেমে দেখতে পাই বিদ্যুৎ স্পৃষ্ট ওই শিশুকে কোলে করে নিয়ে
আসছে এক ব্যক্তি। এসময় আমাদের প্রিয় নেতা নিজেই গাড়ি থেকে নেমে শিশুটিকে
স্থানীয় একটি হাসপাতালে নিয়ে নিজেই চিকিৎসা সেবা দেন। পরে তিনি হাসপাতালের
চিকিৎসা খরচও পরিশোধ করেন। ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য তার পরিবার যেন
যোগাযোগ রাখে সে পরামর্শও দেন।
স্থানীয়রা জানান, আটচাইল গ্রামের ওই
শিশু নবাবপুর বাজারের নির্মাণাধীন একটি তিন তলা ভবনে উঠে উচ্চ ক্ষমতা
সম্পন্ন বৈদ্যুতিক খোলা তারে জড়িয়ে ছিটকে পড়ে দ্বিতীয় তলায় আটকে যায়। পরে
স্থানীয়রা তাকে দ্বিতীয় তলা থেকে নামিয়ে আনতেই সামনে পড়েন অধ্যাপক ডা.
প্রাণ গোপাল দত্ত। পরবর্তীতে চিকিৎসক এমপি’র নৈতিক দায়িত্ব পালন দেখে মুগ্ধ
হলেন স্থানীয়রা।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি)
মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি (অধ্যাপক ডা. প্রাণ
গোপাল দত্ত এমপি) যে একজন কর্তব্য পরায়ণ সেবক ওই ঘটনায় তার প্রমাণ দিলেন।