ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
Published : Saturday, 16 October, 2021 at 12:28 PM
ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্রপর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যারা দুই ডোজ টিকা নিয়েছেন আগামী (৮ নভেম্বর) থেকে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই।

শুক্রবার এক ঘোষণায় হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, ‘ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনার নেগেটিভ ফলাফল থাকবে তারাই প্রবেশ করতে পারবেন’। কোভিড সনদ থাকাও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

যারা ১৪ দিন ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ৮ নভেম্বর থেকে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না। এদিকে করোনা মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রজুড়েও টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ।