ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউরোপে মাদক পাচারে ইরানের সঙ্গে আর্মেনিয়ার আঁতাত: আজারবাইজান
Published : Saturday, 16 October, 2021 at 12:47 PM
ইউরোপে মাদক পাচারে ইরানের সঙ্গে আর্মেনিয়ার আঁতাত: আজারবাইজান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, গত ৩০ বছর ধরে ইরানের সঙ্গে গোপন আঁতাত করে ইউরোপে মাদক পাচার করছে আর্মেনিয়া।

 কমনোয়েলথের একটি সেমিনারে শুক্রবার অনলাইনে যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন। খবর আনাদোলুর।

 আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, গত বছর কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ জয়ের পর এ রুটে মাদক পাচার বন্ধ করে দিয়েছি।

 ইরানের সঙ্গে ১৩০ কিলোমিটার সীমান্ত এলাকা এখন আজারবাইজানের নিয়ন্ত্রণে। ওই অঞ্চলটি গত তিন দশক ধরে আর্মেনিয়ার দখলে ছিল।

 আগে ইরান থেকে আজারবাইজানের জাব্রাইল জেলার মধ্য দিয়ে হেরোইনের চালান প্রথমে আর্মেনিয়া যেতো। পরে সেখান থেকে এসব মাদক পাঠানো হতো ইউরোপের বিভিন্ন দেশে।