ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৭ দিনের সফরে রাশিয়া গেলেন বিমান বাহিনী প্রধান
Published : Thursday, 21 October, 2021 at 6:44 PM
৭ দিনের সফরে রাশিয়া গেলেন বিমান বাহিনী প্রধান৭ দিনের সরকারি সফরে সস্ত্রীক রাশিয়া গেলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন অব রাশিয়ার আমন্ত্রণে বুধবার (২০ অক্টোবর) তিনি দেশত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ান ফেডারেশনের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ইন চিফ সের্গেই ভ্লাদিমিরভিচ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার কর্নেল জেনারেল আলেক্সান্দার ফোরমিন , রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রোসবোরনেক্সপোরর্ট-এর মহাপরিচালক এবং ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানির প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে প্রত্যাবর্তনের প্রাক্কালে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘দুবাই এক্সপো-২০২১' পরিদর্শন করবেন।