টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দল বাবর আজমের পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই ৫ উইকেটে হেরেছে। আগামী রবিবার কিউইরা বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে ক্রিকেটের গুরুত্ব পূর্ণ ম্যাচে নামবে। ভারতের বিরুদ্ধে নামার আগে নিউজিল্যান্ডকে ভাবাচ্ছে দলের তারকা ব্যাটার মার্টিন গাপটিলের চোট। ভারতের বিরুদ্ধে তার খেলা নিয়ে এখন চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড পাক ম্যাচের পর বলেছেন, গাপটিলকে দেখে মনে হচ্ছিল সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্কার হয়ে যাবে পায়ের পাতার চোটের অবস্থা কেমন।"
অন্য়দিকে, পাকিস্তান ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের জন্য ছিটকে গেছেন তারকা পেসার লকি ফার্গুসন। কাফ মাসল ছিঁড়ে যাওয়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফার্গুসনকে। তার পরিবর্তে এখন দলে আসবেন অ্যাডাম মিলনে। তবে বিষয়টা এখন আইসিসির টেকনিক্যাল কমিটির ছাড়পত্রের ওপর নির্ভর করছে।
এক দিকে ফার্গুসন, অন্যদিকে গাপটিলের অনিশ্চয়তা। রীতিমতো চাপে কিউয়ি শিবির। নিউজিল্যান্ড শেষ ছয়টি টি-২০ বিশ্বকাপে শেষ চারের আগে এগুতে পারেনি। কিন্তু বিগত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে ব্ল্যাক ক্যাপস ভাল জায়গায় ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে জিততে না পারলে তাদের বিশ্বকাপ অভিযানে টিকে থাকা রীতিমতো চাপের হয়ে যাবে।